বাংলাদেশ ক্রিকেট আম্পার্য়াস এন্ড স্কোরার এসোসিয়েশন বান্দরবান -এর আয়োজনে আগামী নভেম্বর মাসে বান্দরবান জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক মুজিবুর রশিদ জানান, বান্দরবান সদরের স্থানীয় দলগুলোকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। ইতোমধ্যে এই আয়োজনকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।
টুর্নামেন্টে অংশগ্রহণেচ্ছু দলসমূহকে আগামী ৩০ অক্টোবর ২০২৪ এর মধ্যে অফেরতযোগ্য তিন হাজার এক টাকা পরিশোধ করে দল অন্তর্ভূক্ত করতে অনুরোধ করা হয়েছে।
টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে সাবেক ক্রিকেটার আবু তাহের টিপু ও কোচ রাহুল বিশ্বাস এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এই টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় রয়েছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ।