বান্দরবানের ফুটবল রেফারী পৌর এলাকার চেয়ারম্যান পাড়া নিবাসী হাবিবুর রশিদ প্রকাশ হাবু (৬০) আর নেই। তিনি শুক্রবার দিবাগত রাত ২ঃ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাবিবুর রশিদ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল এশোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং জেলা ফুটবল রেফারী সমিতির সদস্য ছিলেন।
উল্লেখ্য মরহুম হাবিবুর রশিদ বান্দরবানের বিশিষ্ট ব্যক্তি মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ মাষ্টারের চতুর্থ সন্তান। মৃত্যুর সময় তিনি তিন সন্তান ও স্ত্রী রেখে গেছেন।
এদিকে হাবিবুরের মৃত্যুর খবরে জেলার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই মরহুমের বাসভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করতে দেখা গেছে। আজ বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


















