প্রচ্ছদ বাংলাদেশ বাতিল হলো এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা

বাতিল হলো এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা

করোনা মহামারির কারণে এবার হচ্ছে না উচ্চ মাধ্যমিক তথা এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে। আর ফলাফল দেয়া হবে চলতি বছরের ডিসেম্বরে। যাতে করে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক প্রমুখ।

শেয়ার করুন