প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত ‘দৈনিক আমাদের সময়’

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত ‘দৈনিক আমাদের সময়’

বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

বান্দরবানে বিশিষ্টজনদের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলো ভিন্নধারার দৈনিক আমাদের সময়। বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিচির সভাপতি অংচমং মারমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ফরিদুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক এবং বাসস-এর প্রতিনিধি এনামুল হক কাশেমী প্রমুখ।

বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, আমাদের সময়ের পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন