আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদল।
বুধবার সকালে জেলা শহরের মিল্লাত চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়কে উঠতে চাইলে ভাঙ্গাব্রীজ এলাকায় পুলিশের বাধাঁর মুখে পড়ে। পরে ভাঙ্গাব্রীজের প্রবেশ মুখে সমাবেশ করে দলটি।
খাড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল আলম সুমন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। সমাবেশে তিনি বলেন, অবৈধ শেখ হাসিনার সরকার দেশে ত্রাস সৃষ্টি করে চিরস্থায়ী ক্ষমতা দখলের যে স্বপ্ন দেখছে তা কোন দিন বাস্তব হবে না। শেখ হাসিনার স্বপ্ন ভঙ্গের দিন সামনে অপেক্ষা করছে। তাই তিনি এখন বেপোরোয়া হয়ে উঠেছে মন্তব্য করে ওয়াদুদ ভুইয়া অভিযোগ করেন, বাংলাদেশে মানবাধিকার লংঘনসহ গুম,হত্যা,জেল-জুলুম,নির্যাতন চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন অবৈধ জালিম সরকার।
এরই অংশ হিসেবে বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে কারারুদ্ধ করে রেখেছে বলে জানিয়ে মন্তব্য করে দ্রæত বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল কারাবন্দীদের নি:শর্ত মুক্তির দাবী জানান।
এ সময় অন্যানদের উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির বিএনপির সহ-সভাপতি কংচাইরী মগ,সাংগঠনিক সম্পাদক এমএন আফসার,জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম,জেলা মহিলা দলের সম্পাদিকা কুহেলী দেওয়ানসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেয়।