প্রচ্ছদ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়িতে সকল সহিংসতার দায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার: অধ্যক্ষ সমির দত্ত

খাগড়াছড়িতে সকল সহিংসতার দায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার: অধ্যক্ষ সমির দত্ত

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে খাগড়াছড়িতে চলমান সকল সহিংসতার দায় নিতে হবে উল্লেখ করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমির দত্ত বলেছেন, জেলাজুড়ে নব্য ও হাইব্রীড নেতার আনাগোনায় ভরে গেছে। এমপি’র একপেশে মনোভাবের কারণে দলের ত্যাগী নেতারা হামলা-মামলা, মারধর ও লাঞ্চনার শিকার হচ্ছে।

এ সময় অধ্যক্ষ সমির দত্ত বিগত দিনের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাজার হাজার মানুষের সামনে দ ‘পক্ষকে মিলিয়ে দিয়ে এক হয়ে কাজ করার নির্দেশ নিলেও তা না মেনে একপেশে রাজনীতিতে মেতে উঠেছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। ফলে হাজার হাজার নেতাকর্মী সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সম্প্রতি পানছড়িতে দলের নেতাকর্মীদের মারধরেরও সমালোচনা করেন তিনি।

শনিবার যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও যুবলীগ প্রতিষ্ঠার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

যুবলীগের নেতা স্বাধীন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন যুবলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা কৃষক লীগের আহবায়ক আবুল কাশেম, পৌর যুবলীগ সভাপতি আঃ জলিল ও উপজেলা আওমী লীগের নুরুল আলম প্রমূুখ।

শেয়ার করুন