জুলাইতে দু সপ্তাহেরও বেশি সময় ধরে থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে গুহায় আটকে পড়া যে ১২ জন থাই কিশোরের উদ্ধারের চেষ্টা বিশ্বের নজর কেড়েছিল, তারা রোববার ওল্ড ট্রাফোর্ডের মাঠে তাদের প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এভার্টনের একটি ম্যাচ দেখেছে।
“ওয়াইল্ড বোর” ফুটবল দলের এই কিশোরদের সিংহভাগেরই প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
বিভিন্ন সংবাদ সংস্থা এবং ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ১১ থেকে ১৬ বছরের এই থাই কিশোর ফুটবলারদের ওল্ড ট্রাফোর্ডে “বিশেষ অতিথির” মর্যাদা দেওয়া হয়।
এভার্টন ক্লাবের সাথে ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রশিক্ষণ গ্রাউন্ডে নিয়ে ম্যানেজার জোসে মরিনিও এবং খেলোয়াড়দের এই কিশোরদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
তাদের প্রিয় দলের প্রিয় তারকাদের সাথে কথা বলার এবং ছবি তোলার সুযোগ করে দেওয়া হয়।
পল পগবা, অ্যান্থনি মার্শিয়াল, অ্যাশলে ইয়াং এর মত তারকাদের সাথে থাই এই কিশোর ফুটবলারদের ছবি ক্লাবের টুইটার পাতায় পোস্ট করা হয়েছে।
পরে ক্লাব ডিরেক্টরদের জন্য সংরক্ষিত বক্সে বসে তাদের ম্যাচ দেখতে দেওয়া হয় হয়।
ম্যাচের আগে দর্শকদের সাথে তাদের পরিচয় করে দেওয়ার সময় বিশাল আওয়াজ তুলে দর্শকরা এই কিশোরদের সম্বর্ধনা জানায়।
তবে আগের দিনই (শনিবার) এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রিমিয়ারশিপের আরেক ক্লাব লেস্টার সিটির থাই মালিক ভিচাই শ্রী ভাদানাপ্রাপা’র মৃত্যুর ঘটনা এই কিশোরদের ম্যানচেস্টার সফরকে কিছুটা মলিন করে দিয়েছে।