Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানে চালকের বিরুদ্ধে থ্রি হুইলার মালিকের মামলা

এন.এ জাকির, বান্দরবান।। বান্দরবানে ত্রি হুইলার গাড়ির মালিককে পেটানোর দায়ে ৪ চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার সকালে বান্দরবান থানায় ত্রি হুইলার মালিক মো. জাফর বাদী হয়ে এ মামলা দায়ে করেন। এ ঘটনায় মাহিন্দ্র চালক বাবু নামে একজনকে আটক করেছে পুলিশ।

শ্রমিকরা জানান, ঈদের ছুটিতে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে লাইনের বাইরের গাড়ি দিয়ে ভাড়ায় যেতে হয়। শনিবার দুপুরে সমিতির বাইরের গাড়ি দিয়ে ভাড়ায় যাওয়ায় মাহিন্দ্র মালিক জাফর চালকের সাথে খারাপ ব্যবহার করে তার কলার চেপে ধরে তাকে শাসায়।

পরে চালক বাবু সমিতির সভাপতিকে বিষয়টি জানালে তারা মালিক জাফরকে জিজ্ঞাসা করতে গেলে একপর্যায়ে কথা কাটাকাটির জের ধরে আনিস মাহিন্দ্র মালিক জাফরকে মারধর করে। পরে জাফর বাদী হয়ে চালক বাবু, সমিতির সভাপতি আনিস, সহ-সভাপতি মনির ও ওমর আলীকে আসামী করে মামলা দায়ের করে। এতে পুলিশ চালক বাবুকে আটক করে।

এদিকে মাহিন্দ্র শ্রমিককে আটক করায় সিএনজি মাহিন্দ্র চলাচল বন্ধ করে দেয় চালকরা। চালক সমিতির যুগ্ম সম্পাদক মান্নান জানান, চালক ও মালিকদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এটা আমরা নিজেরাই বসে সমাধান করবো।
সিএনজি মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি মোঃ হোসেন জানান, বিষয়টি অনাকাঙ্খিত। চালকদের সাথে আমার কথা হয়েছিল। আমি তাদের বলেছিলাম বিষয়টি বসে সমাধান করা হবে। কিন্তু তারা সেটা না করে প্রকাশ্যে রাস্তায় মালিককে মারধর করেছে, এটা খুবই অন্যায়। তাই মালিক আইনের আশ্রয় নিয়েছে। তবে যেহেতু মালিক-শ্রমিকের বিষয়, আমরা বসে সমাধানের চেষ্টা করব।
বান্দরবান সদর থানার এসআই রনি জানান, মাহিন্দ্র মালিক জাফর চারজন চালককে আসামী করে অভিযোগ করেছে। ঐ অভিযোগের প্রেক্ষিতে একজন চালককে আটক করা হয়েছে। তবে বিষয়টি মালিক শ্রমিকের। তাই তারা বসে যদি মিমাংসা করে তবে আটক চালককে ছেড়ে দেয়া হবে। নয়তো আদালতে চালান করে দেয়া হবে।

শেয়ার করুন
Exit mobile version