Khola Chokh | Bangla News, Entertainment & Education

৮০ বছরের দাম্পত্য

এক-দুই দশক নয়, দীর্ঘ আট দশক হাতে হাত ধরে পার করেছেন জাপানের এক দম্পতি। স্বামী মাসাও মাৎসুমোতোর বয়স ১০৮ বছর। স্ত্রী মিয়াকোর বয়স ১০০। মোট বয়সের হিসাবে তাঁরাই এখন বিশ্বের সবচেয়ে দীর্ঘ দাম্পত্যের অধিকারী। এই স্বীকৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের।

এমন স্বীকৃতিতে ভীষণ খুশি মাসাও-মিয়াকো দম্পতি। একটি নার্সিং হোমে থাকা এই দম্পতি নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেখানে ডেকেছিলেন স্বজনদের। সনদ আর স্বজনদের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিতে দিতে মিয়াকো বলেন, ‘আমি খুবই আনন্দিত। সত্যিই আমার ধৈর্যকে ধন্যবাদ। আনন্দে আমার চোখে জল চলে এল।’

মাসাও-মিয়াকো বিয়ে হয় ১৯৩৭ সালে। এর দুই বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। মাসাওকে সৈন্য হিসেবে যুদ্ধে যেতে হয়। যুদ্ধ শেষে ফিরে আসেন তিনি। এই দম্পতির নাতির ঘরে পুতির সংখ্যাই এখন ২৫ জন। মেয়ে হিরোমি বলেন, ‘বাবা-মা জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। এই সম্মাননা পাওয়া তাঁদের জন্য বিরাট সম্মানের। তাঁরা শান্তিপূর্ণ জীবনযাপন করুক—এই আমাদের চাওয়া।’

শেয়ার করুন
Exit mobile version