Khola Chokh | Bangla News, Entertainment & Education

২৪ ঘন্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

প্রতীকি ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার আবহাওয়া অফিসের পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘লঘুচাপটি এখনও সৃষ্টি হয়নি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। যার ফলে আগামী ২২ ও ২৩ অক্টোবর বেশি বৃষ্টি থাকবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। আর ২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি হতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী-কুমিল্লা চট্টগ্রাম-কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকায় নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন
Exit mobile version