Khola Chokh | Bangla News, Entertainment & Education

স্বাস্থ্যবিধির অনেকটা অমান্য করেই বান্দরবান চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল শুরু

গণপরিবহণ চালুর প্রথম দিন বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে ছেড়ে গেছে র্পূবানী পরিবহনের দুটি বাস। এসময় যাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা লক্ষ্য করা গেছে। ছবি- খোলা চোখ ডটকম।

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল শুরু হয়েছে। (সোমবার) সকাল ৮ টায় বান্দরবান বাসষ্টেশন থেকে পূর্বাণী পরিবহনের দুটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করে। যাত্রীদের বেশি চাপ লক্ষ্য করা যায়নি।

এসময় বেঁধে দেয়া অনেক নিয়মই মানেননি পরিবহণ র্কতৃপক্ষ। যাত্রীরা টিকেট নিতে মানেননি নূন্যতম দূরত্ব। বাসে ওঠার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার নিয়ম থাকলে সেটিও মানা হয়নি। হাত ধোয়ার ব্যবস্থাও ছিলো না। চালক ও সহকারীদের মুখে মাস্ক থাকলেও ছিলনা হ্যান্ড গ্বাভস।

টিকেট কাউন্টারে সামাজিক দূরত্ব মানা হয়নি। ছবি- খোলা চোখ ডটকম।

প্রথম দিন ছেড়ে যাওয়া পূর্বাণী পরিবহণের দুটি বাসের প্রতিটিতে ২২ জন করে যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

বান্দরবান-চট্টগ্রাম ভাড়া নেয়া হয়েছে নন এসিতে ১৭০ টাকা। কক্সবাজারের ভাড়া ২৭০ টাকা।

স্বাস্থ্যবিধি পুরোপুরি মানাতে চালক হেল্পারদের সচেতন করার কাজ চলমান রয়েছে বলে জানান পূৃবাণী মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ।

শেয়ার করুন
Exit mobile version