Khola Chokh | Bangla News, Entertainment & Education

সোলার প্যানেল না দেয়ায় খুন করা হয় ইউপি সদস্যকে

কুহালং ইউনিয়ন পরিষদের সদস্য চাই সা হ্লা মারমার কাছে আনুমানিক ১৫ দিন আগে একটি ৩০ ওয়াটের সোলার প্যানেল চেয়েছিলেন বাকিছড়া লামার পাড়ার বাসিন্দা মংথুইসে মার্মা।

কিন্তু বরাদ্দ না থাকায় সেটি দিতে পারেননি চাই সা হ্লা। এতেই ক্ষুব্ধ হন পাশের পাড়ার বাসিন্দা মংথুইসে।

এই ঘটনায়  ক্ষুব্ধ হয়ে মংথুইসে স্থানীয় কয়েকজন যুবকসহ কয়েকদিন আগে নিহত মেম্বারের বাড়িতে গিয়ে শাসিয়ে আসে। এ সময় তারা দুই দিনের মধ্যে ১০০ ওয়াটের একটি সোলার প্যানেল পৌঁছে দিতেও নির্দেশ দেয়। নয়তো দেখে নেয়ারও হুমকি দেয়া হয়। 

কিন্তু লকডাউন পরিস্থিতির কারণে সময়মতো সোলার প্যানেলটি দিতে পারেননি নিহত চাই সা হ্লা।

এই ঘটনার জেরেই গত সোমবার তাকে জীবন দিতে হলো সন্ত্রাসীদের হাতে।

নিহত মেম্বারের স্ত্রী অংসানি মার্মা হত্যাকান্ডের ঘটনায় বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন বান্দরবান সদর থানায়। মামলার এজাহারে হত্যাকান্ডের  কারণগুলো উল্লেখ করা হয়েছে বলে জানায় পুলিশ।

মামলায় আসামি করা হয়েছে বাকিছড়া লামার পাড়ার বাসিন্দা মংথুইসে মার্মাসহ অজ্ঞাত আরো ৪ ব্যাক্তিকে।

মামলার তদন্তের দায়িত্বে থাকা সদর থানার পুলিশ পরিদর্শক প্রিয়েল পালিত জানান, মামলা হওয়ার পর আসামিকে ধরতে অভিযান চালানো হয়েছে। আসামি আত্নগোপনে থাকায় ধরা সম্ভব হয়নি। তবে দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন,  সোলার প্যানেল না দেয়ায় হত্যা করা হয়েছে চাই সা হ্লাকে এটি মোটামুটি পরিষ্কার । এই ঘটনায় আঞ্চলিক রাজনীতির কোন সম্পর্ক পাওয়া যায়নি। মামলা হওয়ার পর থেকে আসামী গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শেয়ার করুন
Exit mobile version