Khola Chokh | Bangla News, Entertainment & Education

সেমিতে বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতি

ছুটেই চলেছে বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির জয়রথ। কক্সবাজারের চকরিয়া উপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টূর্ণামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বান্দরবান জেলার ফুটবলের প্রতিনিধিত্বকারী দলটি।

এর অাগে এই টূণামেন্টের প্রথম ম্যাচে তারা বধ করেছিল কৈয়ারবিল ফুটবল দলকে। অাজকের এ জয়ে বান্দরবানের দলটি পৌঁছে গেলো সেমিফাইনালে।

বিকেলে চকরিয়ার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই  অপেক্ষাকৃত শক্তিশালী দল কাকাড়া ক্রীড়া সমিতি একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। এসময় মাঠ ও বলের দখল নিতেই হিমসিম খেতে হয় বান্দরবানকে।

তবে ভালো খেলেও সৈয়দ করিম, ক্যকসাইদের নিয়ে গড়া  রক্ষনভাগে ঢুকে সুবিধা করতে পারেনি কাকাড়া। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত হয় কাকাড়া । বান্দরবানের হয়ে চারটি করেন-নাইজেরিয়া রিক্রুট লাকি ও ফ্রাংক এবং অংথোয়াইচিং ও সৈয়দ করিম।

দলের ম্যানেজার রাজু বড়ুয়া ও সহকারী কোচ ক্যচিং অং জানান, অপেক্ষাকৃত অনেক বেশি শক্তিশালী দল কাকাড়ার বিরুদ্ধে জয় পাওয়াটা অনেকটা অপ্রত্যাশিতই ছিল। তবে টাইব্রেকারে খেলা গড়ানোয় ভাগ্যদেবী অামাদের সাথী হয়েছে। তাই এই জয়।

ম্যানেজার রাজু অারো বলেন, দলের বিদেশী খেলোয়াড়রা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারলে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারতো। তাছাড়া অন্যরাও স্বাভাবিক খেলা খেলতে পারেনি। অাগামি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো অামরা। দলে কিছুটা পরিবর্তনও অাসতে পারে। জানান সদ্য নিযুক্ত ম্যানেজার রাজু।

সেমিফাইনালে বান্দরবানের  প্রতিপক্ষ এবং খেলার তারিখ এখনো জানা যায়নি বলে জানায় কর্তৃপক্ষ।

 

 

শেয়ার করুন
Exit mobile version