Khola Chokh | Bangla News, Entertainment & Education

সুরম্য বাড়িতে ঠাঁই পেলো খাগড়াছড়ির ৩৪ ভূমিহীন পরিবার

খাগড়াছড়িতে “তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় নির্মিত বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের উদ্বোধন হয়েছে আজ।

বৃহস্পতিবার ৬ ফেব্রæয়ারি জেলা শহরের কুমিল্লাটিলা এলাকায় এই প্রকল্পের আওতায় নির্মিত ৩৪ পরিবারের মাঝে বাড়ির চাবি তুলে দেন ¯’ানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

এই প্রকল্পের আওতায় ভূমিহীন ১১, বিধবা ৮, স্বামী পরিত্যাক্তা ৪, প্রতিবন্ধী ৭ এবং ৩ মুক্তিযোদ্ধাসহ ৩৪ পরিবার পাবে স্বপ্নের একটি করে বাড়ি। ২ একর ভূমির উপর নির্মিত প্রতিটি ঘরের আয়তন ৫০১ বর্গফুট যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রতিটির ১১ লাখ ৩৮ হাজার টাকা করে মোট ৩ কোটি ৮৭ লাখ টাকা।

সুবিধাভোগী ভূমিহীন ছালেমা বেগম ও জোৎ¯œা নাথ বলেন, আমরা গরিব। কোন জমিজমা নেই ভূমিহীন। স্বামী মারা যাওয়ার পর ছেলে সন্তান না থাকায় অনেক কষ্টে জীবনযাপন করছি। আমাদের মত গরিব অসহায় মানুষের জন্য শেখ হাসিনা সরকার নিরাপদ আবাসন প্রকল্পের মাধ্যমে বাড়ি করে দিবে কোন দিন তা কল্পনাও করতে পারিনি। এটি আমাদের পরিবারের জন্যে স্বপ্নের বাড়ি।

ভূমিহীন বাকপ্রতিবন্ধী মোঃ খোরশেদ ও দুই পা হারা প্রতিবন্ধী মোঃ রেজাউল করিম বলেন, সরকার পৌরসভার মাধ্যমে বাড়ি তৈরি করে দিয়ে আমাদের মত অসহায় পরিবারদের সারা জীবনের জন্য আশ্রয় করে দি”েছন। যতদিন বেঁচে থাকবো নামাজ পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পৌর মেয়রের জন্য দোয়া চাইব।

শহীদ বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্র মোহন চক্রবর্তীর ছেলে তপন কুমার চক্রবর্তী এবং আরেক ভূমিহীন মুক্তিযোদ্ধার সন্তান মো: নুরুল ইসলাম বলেন, পাকবাহিনীর কাছ থেকে দেশকে স্বাধীন করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়া দিয়ে পরিবার পরিজন ফেলে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের বাবা। দেশ স্বাধীনের দীর্ঘদিন পরে হলেও মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না হলে এত ব্যয়বহুল দৃষ্টিনন্দন সুন্দর বাড়ি পেতাম না। এটি অনায়াসে আমাদের কাছে স্বপ্নের বাড়ি হয়ে থাকবে আজীবন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন), খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন আহমেদ বলেন, সাধারণ নাগরিকদের শিক্ষা, স্বা¯’্য, বাস¯’ান রাষ্ট্র নিশ্চিত করবে। সেটি তার মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারটুকু নিশ্চিত করছে সরকার। এটি অত্যন্ত সুখের সংবাদ। খাগড়াছড়িতে বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের মাধ্যমে যারা বাড়ি পা”েছ তাদের প্রত্যেকের জন্য একটি আশ্রয়¯’ল সুখের স্বপ্নের ঠিকানা।

এ বিষয়ে, খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম বলেন, আগামী প্রজন্মের জন্য ২০২১ সালের মধ্যে একটি সুন্দর ও পরিকল্পিত বাসযোগ্য আবাসনব্যব¯’া গড়ে তুলতে কাজ করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

শেয়ার করুন
Exit mobile version