Khola Chokh | Bangla News, Entertainment & Education

সুপন রায়ের অপারেশন তবুও স্পিক আউটের কার্যক্রম চলছে

স্পিক আউটের প্রিন্সিপ্যাল কো-অর্ডিনেটর সুপন রায় এবং সিনিয়র সাপোর্ট ম্যানেজার সুমাইয়া শামসুদ্দোহা।

স্পিক আউটের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপ্যাল কো-অর্ডিনেটর বিশিষ্ট সাংবাদিক সুপন রায়ের পায়ে অস্ত্রপচার হয়েছে গতকাল। করোনার এই দুঃসময়ে তিনি তার সংগঠন স্পিকআউটকে নিয়ে সারা দেশের হঠাৎ অসুবিধায় পড়ে যাওয়া নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে যাচ্ছিলেন।

গত ২ জুন কক্সবাজারের হোটেল নিসর্গের সিঁড়িতে সুপন রায় পা পিছলে পড়ে যান। পায়ে আঘাত পান তিনি। তাকে প্রথমে কক্সবাজার হাসপাতালে তারপর ঢাকায় নেওয়া হয়। অসুস্থ হয়ে হাসপাতালে থাকলেও স্পিক আউটের কার্যক্রম বন্ধ হতে দেননি তিনি। তার হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন স্পিক আউটের সিনিয়র সাপোর্ট ম্যানেজার সুমাইয়া শামসুদ্দোহা এবং স্পিক আউট টিম।

সুমাইয়া শামসুদ্দোহা স্পিক আউটের কার্যক্রম সম্পর্কে জানালেন, এই কদিনে স্পিক আউট টিম ঢাকা, চট্টগ্রামের বেশ কটি পরিবারের পাশে দাঁড়িয়েছে। যার মধ্যে গর্ভবতী নারীর চিকিৎসাসহ দুধের শিশুর দুধ জোগাড় করে দেওয়ার ঘটনা পর্যন্ত রয়েছে।

সুমাইয়া জানান, গতকালের অপারেশনের পর আজ কিছুক্ষণ আগে সুপন রায়কে বেডে নেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে জানিয়েছেন, স্পিক আউটের কার্যক্রম চলছে এবং চলবে। কয়েকদিনের মধ্যে সুপন রায় সুস্থ হয়ে আবার আগের মতো পূর্ণোদ্দমে কার্যক্রমে নেমে পড়বেন। সুমাইয়া শামসুদ্দোহা এবং স্পিক আউট টিম সুপন রায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন
Exit mobile version