Khola Chokh | Bangla News, Entertainment & Education

সাহেদের বিরুদ্ধে প্রতারণার ১৪০ অভিযোগ

সাহেদ। ফাইল ছবি

রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে র‌্যাবের ‘হটলাইন’ ও ই-মেইলে প্রতারণার ১৪০টি অভিযোগ জমা পড়েছে। সাহেদ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ১০ কোটি টাকা। এছাড়া তার পরিচালিত প্রতিষ্ঠানগুলোয় কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতেন না বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

রবিবার দুপুরে র‌্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, ‘ফোনে এবং মেইলে বিভিন্ন জনের কাছ থেকে সাহেদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তার পরিচালিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতো না। তারা বেতন পেতে কিভাবে কি করবে তার আইনি পরামর্শ পেতে র‌্যাবের সঙ্গে যোগাযোগ করছে।’

লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘সাহেদ করিমের বিরুদ্ধে র‌্যাবের ‘হটলাইন’ ও ই-মেইলে আসা প্রতারণার ১৪০টি অভিযোগের মধ্যে ১২০টি অভিযোগ হটলাইনে এবং বাকি ২০টি অভিযোগ ই-মেইলে প্রতারণার শিকার ব্যক্তিরা জানিয়েছে।’

সাহেদ করিমকে প্রতারক ‘আইডল’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘একজন প্রতারকের যে বৈশিষ্ট্য থাকা উচিত, আমরা তদন্তে জেনেছি সাহেদ করিমের মধ্যে সবগুলোই ছিল। যার ফলে খুব সহজে প্রতারণা করে মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করতেন। সাধারণ মানুষ তার গুরুত্বপূর্ণ আবহ দেখে বিশ্বাস করতো।’ বাসস

শেয়ার করুন
Exit mobile version