Khola Chokh | Bangla News, Entertainment & Education

সমাবেশে না যাওয়ায় ৩৫ শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

কর্মসূচিতে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের (জিয়া হয়) অন্তত ৩৫ শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমনের অনুসারীরা এ ঘটনা ঘটায়।

জানা গেছে, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের এক বিক্ষোভ সমাবেশ ছিল। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন হলের শিক্ষার্থীদের ওই কর্মসূচিতে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রথম বর্ষের কম সংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে উপস্থিত হন। এতে ক্ষিপ্ত হয়ে রাতে ১১টার দিকে হলের দ্বিতীয় বর্ষের ছাত্রলীগ কর্মীরা ২০৮ নম্বর কক্ষের ছাত্রদের গেস্টরুমে ডেকে আনান। গেস্টরুমে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী দেরি করে উপস্থিত হন। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ কর্মীরা উপস্থিত তাদের এলোপাতাড়ি লাথি, কিল, ঘুষি মারতে থাকে। এ সময় মুনতাসির, স্মরণ, মাহিন, ইসতিয়াক, আল-আমিন, সজীব, সাকিনের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মীরা ৩৫ শিক্ষার্থীকে দেড় ঘন্টা ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন।

ছাত্রলীগ কর্মী ও ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুনতাসির, পপুলেশন সাইয়েন্স বিভাগের স্মরণ, হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন সাংবাদিকদের সামনে ছাত্রদের মারধর করার কথা স্বীকার করেন। এ বিষয়ে আবদুল্লাহ আল মাসুদ লিমন সাংবাদিকদের বলেন, ছাত্রদের মারধর করা ঠিক হয়নি। এ ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া রহমানকে ফোন করা হলে তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী সমকালকে বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। ভুক্তভোগী শিক্ষার্থীরা হল প্রভোস্টের কাছে অভিযোগ করলে হল কর্তৃপক্ষ আমাদের অবহিত করবে। পরে আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেব।

শেয়ার করুন
Exit mobile version