Khola Chokh | Bangla News, Entertainment & Education

সব সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে করোনা চিকিৎসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেবার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ মে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

এতোদিন করোনাভাইরাস সনাক্ত হওয়া রোগীদের বেশিরভাগই নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিছু বিশেষায়িত হাসপাতাল ছাড়া অন্য কোথাও করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিলো না।

এ অবস্থায় চিকিৎসা সেবার আওতা বাড়াতে এ নির্দেশনা দেওয়া হলো বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা।

চিঠিটি দেশের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠনের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। তারা ‘কোভিড-১৯’ এবং ‘নন কোভিড’ রোগীদের একই হাসপাতালের ভিন্ন ভিন্ন অংশে স্বাস্থ্যসেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

‘৫০ শয্যা ও তার বেশি শয্যাবিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড ও নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হলো’ চিঠিতে উল্লেখ করা হয়।

সরকারি হিসাব অনুযায়ী, মঙ্গলবার নাগাদ দেশে ৩৬ হাজার ৭৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৫২২ জন।

কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিনই দেশের বেশিরভাগ হাসপাতালের বিরুদ্ধে রোগী ফিরিয়ে দেবার অভিযোগ পাওয়া গেছে। এতে চিকিৎসা না পেয়ে ঝুঁকিতে পড়েছেন অন্যান্য রোগে আক্রান্ত মানুষেরাও।

শেয়ার করুন
Exit mobile version