Khola Chokh | Bangla News, Entertainment & Education

শুরু হচ্ছে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল

বিমান। ফাইল ছবি

আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করবে। আজ সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ফ্লাইট চলবে কাতার ও যুক্তরাজ্যে।

তিনি আরও জানান, কাতারে কোনো যাত্রী প্রবেশ করতে পারবেন না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে প্রায় আড়াই মাস বিমান চলাচল বন্ধ ছিল। মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। ১ জুন থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিতের জন্য ৩৫টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ডমেস্টিক ফ্লাইট চালু করা হয়েছিল। ১৬ জুন থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট।

শেয়ার করুন
Exit mobile version