Khola Chokh | Bangla News, Entertainment & Education

“শিল্পের সৌরভে গৌরবে’র চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

১ সেপ্টেম্বর বান্দরবানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলা ‘শিল্পের সৌরভে গৌরবে’। অনুষ্ঠান আয়োজনের পূর্ব প্রস্তুতি হিসেবে শিল্প কলা একাডেমী ভবনে চলছে শিল্পীদের মহড়া। ছবি- খোলা চোখ ডটকম।

রফিকুল আলম মামুন।। আগামি ১  সেপ্টেম্বর বান্দরবানের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের আয়োজনে আয়োজিত অনুষ্ঠান ‘‘শিল্পের সৌরভে গৌরবে’’ অনুষ্ঠান সফল ও স্বার্থক করতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। অনুষ্ঠানস্থল কেএসআই প্রাঙ্গন মুখরিত থাকছে নবীন প্রবীন শিল্পীদের পদচারনায় মুখর। মোটামুটি অনুষ্ঠানটিকে ঘিরে আয়োজক, শিল্পী, কলাকুশলীসহ সংশ্লিষ্টদের তৎপরতায় প্রান ফিরেছে সাংস্কৃতিক অঙ্গনে।

অনুষ্ঠানস্থল কেএসআই মিলনায়তনে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। ছবি- খোলা চোখ ডটকম।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব রাজেশ দাশের সাথে কথা বলে জানা যায়, অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। আমন্ত্রন জানানো হচ্ছে প্রায় পাঁচ শতাধিক অতিথিকে। অপরদিকে প্রায় শতাধিক শিল্পী বিভিন্ন বিভাগে যারা নাচবেন গাইবেন তাঁদের মহড়া চলছে প্রেস ক্লাব ভবনের একটি কক্ষে।

অতিথি আপ্যায়ণ, মঞ্চ সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা, শিল্পীদের সম্মানে নৈশ ভোজ, সম্মাননা প্রদানসহ সব বিভাগের প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে, জানান রাজেশ।

অনুষ্ঠান সফল করতে শহর জুড়ে চলছে প্রচারনার কাজ। শিল্পীদের অনেকেই অংশ নিচ্ছেন প্রচারনার কাজেও। ছবি- খোলা চোখ ডটকম।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শিল্পী চথুফ্রু জানান, বান্দরবানের নবীন প্রবীন শিল্পীদের অংশগ্রহনে একটি চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য কাজ চলছে। সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। শিল্পী সমাজের দেয়া অনুদান ও চাঁদার টাকায় অনুষ্ঠানটি আশা করছি সবার নজর কাড়বে।

অনুষ্ঠানে নতুনদের সাথে পুরনো শিল্পীদেরও সম্পৃক্ত করার প্রয়াস চলছে। সঙ্গীত শিল্পী অংউইন এর সাথে নবীন শিল্পী শহীদ ও সাইফুল বাবলূ। ছবি- খোলা চোখ ডটকম।

আগে কখনো প্রবীন শিল্পীদের সম্মাননা জানানো হয়নি। এবার সে উদ্যোগ নেয়া হচ্ছে। জেলার একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিকে সম্মাননা দেয়া হবে। তাছাড়া সকল শ্রেনীর শিল্পী কলাকুশলীদের একমঞ্চে আনতে পারাটাই আমাদের মূল লক্ষ্য। এ অনুষ্ঠানে মুল উদ্দেশ্য হলো সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে একটা ঐক্যের বন্ধন সৃষ্টির মাধ্যমে পাহাড়ের সংস্কৃতিকে সমৃদ্ধ করা।

চথুইফ্রু আরো জানান, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের সাহস যুগিয়েছেন। তিনি সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।

এদিকে শিল্পীদের এ মিলন মেলার আয়োজনে খুশি জেলার সাংস্কৃতি অঙ্গনের মানুষ। সঙ্গীত শিল্পী শহীদুল ইসলাম বলেন, আমরা মুখিয়ে আছি। এরকম একটি অনুষ্ঠান জেলায় এই প্রথম। আয়োজকদের ধন্যবাদ জানাই।

সবুজ দত্ত বাচ্চু,চথুইফ্রু-বিনাপানি, লক্ষী পদ-অংমে, হানিফুর রশিদ মিন্টু- মুন্নি জুটিসহ অনেক জনপ্রিয় শিল্পীদের দ্বৈত পরিবেশনা থাকবে অনুষ্ঠানে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার কথা রয়েছে। আগামি ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় পর্দা উঠবে অনুষ্ঠানটির। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হয়েছে খোলা চোখ ডটকম।

 

শেয়ার করুন
Exit mobile version