Khola Chokh | Bangla News, Entertainment & Education

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পার্বত্য মন্ত্রী

বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

যথাযোগ্য মর্যাদায় বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

মন্ত্রী বীর বাহাদুর তদানিন্তন পাকিস্তানি শাসকগোষ্ঠীর গুলিতে নিহত শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। ভোরে প্রভাতফেরি র‌্যালির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

এসব কর্মসূচির বিভিন্ন পর্যায়ে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সংশ্লিষ্টরা। এছাড়া বান্দরবানের সিভিল সার্জন কার্যালয়, উন্নয়ন বোর্ড, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহীদ মিনার এলাকায়। সকলের কন্ঠে সমস্বরে ধ্বনিত হয় ‌‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন
Exit mobile version