Khola Chokh | Bangla News, Entertainment & Education

শঙ্কার মধ্যেও বন্ধ হচ্ছে না বাংলাদেশ-যুক্তরাজ্য ফ্লাইট

যুক্তরাজ্যের সাথে ফ্লাইট চলাচল চালু থাকবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ধিত ডমেস্টিক ডিপার্চার লাউঞ্জ সৈয়দপুর বিমানবন্দরের আগমনী হল উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এসময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, যুক্তরাজ্য কিংবা ট্রানজিটে আসা যাত্রীদের তালিকা দিতে এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া দেশের তিন বিমানবন্দরেই যুক্তরাজ্যের যাত্রীদের জন্য আলাদা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। যুক্তরাজ্য ফেরতদের সাত দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে শঙ্কা। দেশটির উপর নতুন করে ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিলিপাইন।

এর আগে নতুন করে সংক্রমণ রোধে যুক্তরাজ্যের সাথে স্বাভাবিক চলাচল বন্ধ করেছে বিশ্বের অর্ধশতাধিক দেশ। তবে জরুরি ভ্রমণ ও ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন রাখতে ইইউভুক্ত দেশগুলোর প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।

শেয়ার করুন
Exit mobile version