Khola Chokh | Bangla News, Entertainment & Education

লামায় ভূমি বিরোধের জেরে দেড়শ’ গাছ কেটে ফেলার অভিযোগ

লামা প্রতিনিধি ॥ ভূমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকেরা প্রায় দেড়শ’ চারাগাছ কেটে দিয়েছে বলে অভিযোগ করেছেন লামা পৌর এলাকার একটি সমিতির কর্মকর্তারা। এ ব্যাপারে মধুঝিরি সমাজ সেবা গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি লামা থানায় একটি মামলা করেছেন।

তাঁরা অভিযোগ করেন, মঙ্গলবার সকালে হরিণঝিরি গ্রামের আবদুর রশিদ ও আলী আকবর প্রকাশ বেছু নামের দুই ব্যক্তি তাঁদের সমিতির নামে কেনা জমির প্রায় দেড়শ’ চারা গাছ কেটে ফেলেছেন। লামা উপজেলার ২৯৩নং ছাগলখাইয়া মৌজায় মধুঝিরি সমাজ সেবা গ্রাম উন্নয়ন সমিতির নামে ১ একর প্রথম শ্রেণীর জমি রয়েছে। সেখান থেকেই এই গাছগুলো কাটা হয়েছে। এতে সমিতির প্রায় ৮৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

পৌরসভার কাউন্সিলর হাবিল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তিদেরকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে। গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবদুর রশিদ ও আলী আকবর।

লামা থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, গাছ কাটার ঘটনায় মঙ্গলবার দুপুরে সমিতির পক্ষে থানায় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন
Exit mobile version