Khola Chokh | Bangla News, Entertainment & Education

লামায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিশু

লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে খালে মাছ ধরতে গিয়ে ৩দিন ধরে নিখোঁজ রয়েছে দুই বোন। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়নের বমুর খালের বাতেন টিলা চরুরবিল ঘাটে তারা নিখোঁজ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিখোঁজ দুই শিশু হলো ইয়াসমিন বেগম(১১) ও মুক্তা বেগম(৯)। দুজনই ওই ইউনিয়নে বাটেন টিলা এলাকা মনির আহমদের মেয়ে।

নিখোঁজ দুই শিশুর পিতা মনির আহমদ বলেন, বাড়ির পাশের খালে তারা মাছ ধরতে গিয়েছিল। অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা জানান, নিখোঁজ দুই শিশু গজালিয়া ইউনিয়নের ক্রংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর ছাত্রী। ঘটনার তিন দিন পরও তাঁদের উদ্ধার করা যায়নি।

লামা উপজেলার ইউএনও নূর-এ জান্নাত রুমি জানান, নিখোঁজ দুই শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস দলকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, শনিবার দুপুর থেকে উদ্ধার অভিযান চলছে। বৃষ্টিতে খালে পানি বৃদ্ধি পাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এছাড়া চট্টগ্রামে একটি ডুবুরী টীমকেও খবর দেয়া হয়েছে।  

শেয়ার করুন
Exit mobile version