বান্দরবানের রোয়াংছড়ি থেকে ৪ সন্তানসহ নিখোঁজ হয়ে গেছেন মেসাংগী তঞ্চঙ্গ্যা ওরফে জিরথান কিম বম নামের এক নারী। তিনি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)এর সক্রিয় সদস্য লাল রিন বম কারবারির স্ত্রী। গত ১২ জুন সন্ধ্যায় রোয়াংছড়ির একটি খ্রিস্টান হোস্টেলে আশ্রয় নিয়েছিলেন জিরথান কিম। এক রাত থাকার পর ১৩ জুন রাতে তিনি চার সন্তানসহ সেখান থেকে নিখোঁজ হয়ে যান।
স্থানীয়রা জানান, কেএনএফ-এর সাম্প্রতিক কর্মকান্ডে এলাকাছাড়া হয়ে রোয়াংছড়ির সিওসি বম হোস্টেলে আশ্রয় নিয়েছিলেন ওই নারী। সাথে ছিল তার মেয়ে জেনেট বম (১১) এবং তিন ছেলে আতং বম (৭), জেনবী বম (৫) ও রয়েল চিং লিয়ান বম (৩)। ১২ জুন সেখানে থাকার পর তার স্বামী কেএনএফ-এ সক্রিয় থাকার বিষয় জানাজানি হয়ে যায়। ১৪ জুন রাতের কোন এক সময়ে চার সন্তানসহ নিখোঁজ হন তিনি। সকালে এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করেন হোস্টেল সুপার রেবেকা বম।
রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা জানান, আমরা খবর পাই যে উনি পালিয়ে গেছেন। তবে কেন পালিয়েছেন সেটা আমাদের কাছে ধোঁয়াশা থেকে গেছে।
রোয়াংছড়ি থানা পুলিশ জানায়, ওই নারীর নিখোঁজ হবার ব্যাপারে তদন্ত চলছে।
প্রসঙ্গত, মেসাংগী তংঞ্চঙ্গ্যা প্রায় ১৮ বছর আগে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। সে সময় তিনি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার সাইজাম পাড়ার লাল রিন বম কারবারিকে বিয়ে করেন। বিয়ের পর তার নতুন নাম হয় জিরথান কিম বম। সম্প্রতি তার স্বামী কেএনএফ-এর একজন সদস্য হিসেবে সক্রিয় হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মিজোরামে চলে গেছেন বলে বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা গেছে।