Khola Chokh | Bangla News, Entertainment & Education

রোয়াংছড়িতে নওমুসলিম ইমাম হত্যার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন ইমামরা

বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম ইমাম হত্যার প্রতিবাদে জেলার বিভিন্ন মসজিদের ইমামদের মানববন্ধন।

বান্দরবানের রোয়াংছড়ির নওমুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করছেন জেলার ইমামরা। ২৩ জুলাই বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামীর সভাপতিত্বে মানববন্ধনটিতে বাজার মসজিদের খতিব মাওলানা এহছানুল হক আল মুইন ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পাঠ করেন। দাবির মধ্যে ছিলো- হত্যাকান্ডের সুষ্ঠু বিচার, নিহত ওমর ফারুক ত্রিপুরার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করা ও ক্ষতিপূরণ দেওয়া, পার্বত্যাঞ্চল থেকে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূণঃস্থাপন, হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জনগণের কাছে প্রকাশ করা এবং বান্দরবানের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দেন তারা।

ঘন্টাব্যাপী মানববন্ধনটিতে কয়েকশ’ আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন
Exit mobile version