Khola Chokh | Bangla News, Entertainment & Education

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ: রিজভী

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কিছু করতে পারেনি। সরকার একজনকেও ফেরত পাঠাতে পারেনি। কূটনৈতিক অক্ষমতার কারণে এমনটা হয়েছে।

একে চরম ব্যর্থতা দাবি করে রুহুল কবির রিজভী  সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ হয়।

সেখানে বিএনপির এ নেতা আরো বলেন, আপনাদের নাকি এত বন্ধু আছে, তারা কেউ কিছু করতে পারল না আপনাদের জন্য। অথচ এই যে এতোগুলো মানুষের চাপ বাংলাদেশের সহ্য করতে হচ্ছে।

সরকার কেবল কূটনৈতিকভাবে নয়, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা সামাল দিতেও ‘ব্যর্থ হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, এই সরকারের পতন তরান্বিত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই এই দেশের মানুষ মুক্তভাবে কথা বলার সুযোগ পাবে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন রুহুল কবির রিজভী।

মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।

শেয়ার করুন
Exit mobile version