চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ৬০ বছরের মধ্যে এই প্রথম ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ে গেল।
সোমবার রাতে প্লে অফের ম্যাচে সুইডেনের বিপক্ষে খেলায় গোলশূন্য ড্র করার পর আসন্ন ২০১৮ বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো তারা।
আর বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইতালি অধিনায়ক জিয়ানলুইজি বুফন।
১৯৫৮ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে পারছে না ইতালি।
অন্যদিকে সুইডেন প্রথম লেগের খেলায় এক শূন্য গোলের ব্যবধানে জয় পাওয়ার কারণে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত হল তাদের।
ম্যাচ শেষে ৩৯ বছর বয়সী বুফন বলেন, “এটা লজ্জাজনক যে আমার শেষ ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ের ব্যর্থতার মধ্যে দিয়ে শেষ হলো। এই ব্যর্থতার দায় সবারই সমানভাবে নিতে হবে।”
২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতালির হয়ে ১৭৫টি ম্যাচ খেলেছেন গোলরক্ষক বুফন। ২০০৬ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য মনে করেন চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ফুটবলের ভবিষ্যত সম্ভাবনাময়।
“ইতালির ফুটবলের ভবিষ্যত সম্ভাবনাময়। বিপর্যয়ের পর আমরা সবসময় লড়াই করে ফিরে এসেছি ” বলেন বুফন।
বুফনের ইউভেন্টাস সতীর্থ আন্দ্রেয়া বারজাগলি আর রোমা মিডফিল্ডার ড্যানিয়েলে ডে রসিও অবসরের ঘোষণা দিয়েছেন। একইরকম সিদ্ধান্ত নিতে পারেন ডিফেন্ডার জর্জিও কিয়েলিনিও।