Khola Chokh | Bangla News, Entertainment & Education

রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন

সাংবাদিক ফজলে এলাহীর নিঃশর্ত মুক্তির দাবিতে বান্দরবানে আয়োজিত মানববন্ধনের একাংশ। ছবি: আলাউদ্দিন শাহরিয়ার

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিক ফজলে এলাহীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে বান্দরবানে। ৮ জুন বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
সেখানে ফজলে এলাহীসহ দেশব্যাপী সংবাদকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মিলন চক্রবর্তী, এনটিভি প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

রাঙামাটির সাবেক সাংসদ ফিরোজা বেগম চিনু’র কন্যা নাজনীন আনোয়ারের দায়ের করা মামলায় গত ৭ জুন রাঙামাটির এডিসি হিলের বাসা থেকে ফজলে এলাহীকে আটক করে পুলিশ। জেলা প্রশাসনের পরিচালনাধীন একটি পার্ক লীজ নেওয়া এবং সেই ঘটনায় জেলা প্রশাসনের সাথে দ্বন্দ্বের সংবাদ প্রকাশের জেরে সংক্ষুব্ধ হয়ে নাজনীন আনোয়ার এই মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।

ফজলে এলাহীর গ্রেফতারের ঘটনায় তিন পার্বত্য জেলাসহ ঢাকার শীর্ষস্থানীয় সাংবাদিকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে অনেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানিয়েছেন।

প্রসঙ্গত, ফজলে এলাহী রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর এর সম্পাদক। এছাড়াও তিনি দৈনিক কালের কন্ঠ, এনটিভি, বিডিনিউজ ২৪ ও দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রাঙামাটি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

শেয়ার করুন
Exit mobile version