Khola Chokh | Bangla News, Entertainment & Education

রাঙামাটির শিক্ষার্থীদের সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মতবিনিময়

রাঙামাটি শহরে অবস্থানরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ছাত্রসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা। শুক্রবার বিকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার আয়োজনে কাঠালতলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলার ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নজরুল  ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাঙামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মদ শাব্বির আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য অঞ্চলকে অনগ্রসর অঞ্চল হিসেবে উল্লেখ করে শিক্ষাপ্রতিষ্ঠানে, চাকরি, উচ্চশিক্ষা বৃত্তি, ব্যবসা-বাণিজ্যে নানা রকম কোটা ও সুযোগ-সুবিধা চালু করেছে সরকার। তবে একই এলাকায় বসবাস করে এবং জনগোষ্ঠীর অর্ধেক হয়েও তা পাচ্ছেন না বাঙালিরা। শিক্ষা, চাকরি, ব্যবসা ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য করে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। অবিলম্বে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে জনসংখ্যানুপাতে সকল সুযোগ-সুবিধা বণ্টন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একজন বাঙালি প্রতিনিধি নিয়োগ দেয়ার  দাবি জানান তারা।

এ সময় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাদিরুজ্জামান, সহ-সভাপতি কাজী মোঃ জালোয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ মোহাম্মদ নূর, প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহীম, শিক্ষা বিষয়ক সম্পাদক ইরফানুল হক রোমেল, পার্বত্য চট্রগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাবিব আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Exit mobile version