Khola Chokh | Bangla News, Entertainment & Education

রাঙামাটিতে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী আটক

রাঙামাটিতে পৃথক অভিযানে অস্ত্রশস্ত্রসহ আটক তিন সন্ত্রাসী।

রাঙামাটিতে ১২ আগষ্ট বৃহষ্পতিবার রাত ও শুক্রবার ভোররাতে দু’টি পৃথক অভিযানে তিন জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন অমর চাকমা (৩৪), রকেট চাকমা (২২) ও রূপায়ন চাকমা (৩৮)। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, চাঁদার রসিদ ও চাঁদাবাজিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনা সূত্র জানায়, শুক্রবার ভোর রাতে করেংগাতলী আর্মি ক্যাম্প থেকে ৪.৫ কিমি উত্তর দিকে উত্তর বাংগালতলী নামক এলাকা থেকে অমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২) নামে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনীর একটি অপারেশন দল। গোপন তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোন এই বিশেষ অপারেশনটি পরিচালনা করে। এদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ করেংগাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে রয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।

অভিযান শেষে তাদেরকে বাঘাইহাট সেনা ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপরদিকে, নানিয়ারচর থেকে রূপায়ণ চাকমা (৩৮) নামে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের এক সক্রিয় কর্মীকে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক করা হয়েছে। নানিয়ারচর জোন সূত্র জানায়, ১২ আগষ্ট বৃহষ্পতিবার রাত ২ টার দিকে গোপন তথ্যর ভিত্তিতে কুতুকছড়ির হাজাছড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে রূপায়ণ চাকমাকে দুইটি জাতীয় পরিচয় পত্র, ১টি বিদেশি থ্রি নট থ্রি রাইফেল, ৫ রাউন্ড এ্যামুনেশন, ৩টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশসদসহ আটক করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Exit mobile version