Khola Chokh | Bangla News, Entertainment & Education

রাঙামাটিতে ‘নো মাস্ক-নো সার্ভিস’ নির্দেশ দিলেন জেলা প্রশাসক

মাসিক আইন-শৃৃঙ্খলা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক।

মাস্ক ব্যবহারে না করলে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে সেবা না দেয়ার নির্দেশ দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় এ নির্দেশ দেয়া হয়।

জেলা প্রশাসক বলেন, বিশ্বের অনেক দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ লক্ষ করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, দেশেও করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে। মরণঘাতী এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে হলে আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে। নিরাপত্তার সর্বোত্তম পন্থা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বা হাত ধোয়ার মাধ্যমে আমাদের সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে ‘নো মাস্ক নো সার্ভিস’। তাই আমাদের রাঙামাটিতেও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যাংক, বাজার, দোকান ইত্যাদিতে দায়িত্বরতরা একযোগে যদি জনগণের মাঝে একটি বিষয় ফুটিয়ে তুলতে পারি যে আমরা মুখে মাস্ক পরা ছাড়া কোনো ব্যক্তিকে সেবা বা সার্ভিস দিবোনা। তাহলে জনগণের মাস্ক পরিধান ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না। দেশের এই দুর্যোগময় সময়ে আমরা সকলে এক হয়ে কাজ করলে রাঙামাটি জেলাকে করোনা মুক্ত রাখাসহ দেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করতে সক্ষম হবো।

এ সময় রাঙামাটি জেনারেল হাসপাতালে তিন শয্যাবিশিষ্ট আইসিইউ স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভাটিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ছুফিউল্লাহ, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Exit mobile version