Khola Chokh | Bangla News, Entertainment & Education

রাঙামাটিতে চলাচলের রাস্তা উদ্ধারের দাবিতে ব্রাহ্মণটিলাবাসীর সংবাদ সম্মেলন

রাঙামাটি শহরের আসামবস্তিতে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টির পাশাপাশি মিথ্যা তথ্য উপস্থাপন করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্রাক্ষ্মণটিলা এলাকার কিছু বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষ্মণটিলায় স্থানীয়দের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকার বাসিন্দা মোঃ কাউছার। এ সময় উপস্থিত ছিলেন সুমন চাকমা, শাহানা বেগম, ফরিদ আহম্মেদ, ইন্দু বালা চাকমা, নাহিদা আক্তার, স্বর্ণা গুপ্ত, আনোয়ার হোসেন, মৌসুমী দে, নুরুল নাহারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত একমাস আগে মোঃ আলী জিন্নাহ ও তার পরিবার রাতারাতি পাকা দেয়াল নির্মাণ করে সেখানে লোহার গেইট দিয়ে জনসাধারণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। আর এই বিষয়ে এলাকাবাসী আপত্তি জানালে জনপ্রতিনিধিরা বিষয়টি সমাধানে বৈঠকে বসলেও মোঃ আলী জিন্নাহ ও তার পরিবার বৈঠকে জনপ্রতিনিধিদের সামনে অশোভন আচরণ করায় তারা সকলেই চলে যান।

এই ঘটনার পর হতে মোঃ আলী জিন্নাহের নেতৃত্বে স্থানীয়দের হামলা-মামলা দিয়ে হয়রানী করে চলেছে। এই মোঃ আলী জিন্নাহ একজন নিয়মিত মাদকসেবী উল্লেখ করে সংবাদ সম্মেলনে তার পরিবারের নানারকম সমাজবিরোধী কর্মকান্ড ও এলাকাবাসীদের হামলা-মামলাসহ জনসাধারণের চলাচলের রাস্তাটি দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

শেয়ার করুন
Exit mobile version