Khola Chokh | Bangla News, Entertainment & Education

ময়ূর-২ লঞ্চের এক কর্মচারী তিনদিনের রিমান্ডে

ময়ূর-২ লঞ্চডুবির পর উদ্ধার কাজ। ছবি: সংগৃহীত

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের এক কর্মচারীকে৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার নাম আব্দুস সালাম। ঢাকার সিনিয়র চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরান এ রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার আব্দুস সালামকে ঢাকার সিনিয়র চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে নৌ পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ঘাট নৌ থানার পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম। শুনানি শেষে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। আজ সকালে সুত্রাপুর থানার লাল কুটির ঘাট থেকে সালামকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড নামক ছোট লঞ্চটি সদরঘাট কাঠপট্টি এলাকায় চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনার পর ডুবে যাওয়া লঞ্চের ৩৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

লঞ্চডুবির ঘটনায় নৌপুলিশ সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামসুল বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় অজ্ঞাতানামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়।
বাসস

শেয়ার করুন
Exit mobile version