Khola Chokh | Bangla News, Entertainment & Education

মোবাইল-কম্পিউটারের প্রতি আসক্তি কমাতে তৈরি করছে ইতালি

Using Mobile phone

ইতালির রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট (এম৫এস) মোবাইল ফোন ও কম্পিউটারে আসক্তি প্রতিরোধে নতুন আইন করার প্রস্তাব দিয়েছে। এ বিলের মাধ্যমে বিশেষ করে তরুণদের ‘নো মোবাইল ফোন ফোবিয়া’ বা নোমোফোবিয়া মোকাবিলা করা যাবে বলে আশা করা হচ্ছে।

ইতালির ওই খসড়া আইনে সন্তানের মা-বাবা ও অভিভাবকের জন্য শিক্ষামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে তারা শিশুদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি ধরতে পারেন। এ ছাড়া এই আইনে স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোয় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কুফল সম্পর্কে জানানোর পরিকল্পনার কথা রয়েছে। ইতালিতে ১৫ থেকে ২০ বছর বয়সী অর্ধেকের বেশি তরুণ দিনে ৭৫ বারের বেশি মোবাইল ফোন দেখেন। সামাজিক যোগাযোগ সাইটসহ বিভিন্ন অ্যাপে সর্বশেষ তথ্যের বিষয়ে তারা উদ্বিগ্ন থাকেন। দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব টেকনোলজিক্যাল ডিপেনডেন্সের করা এক গবেষণার বরাতে এ তথ্য প্রকাশিত হয়।

৬১ শতাংশ ইতালিয়ান নাগরিক বিছানায় শোবার সময় ট্যাবলেট বা মোবাইল ফোন ব্যবহার করেন। এর মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সিদের সংখ্যা ৮১ শতাংশ। ফোনের আসক্তিতে ডোপামিন হরমোন উৎপাদনে ব্যাঘাত ঘটে। 

শেয়ার করুন
Exit mobile version