Khola Chokh | Bangla News, Entertainment & Education

মেয়েকে কোটি টাকার উপহার দিলেন অর্থমন্ত্রী

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অন্যতম উদ্যোক্তা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোটি টাকার শেয়ার উপহার দিয়েছেন মেয়ে নাফিসা কামালকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে নিজের মালিকানায় থাকা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৮ লাখ ৪৭ হাজার শেয়ারের মধ্যে ৩ লাখ ৯০ হাজার শেয়ার উপহার দিয়েছেন, যার বাজারমূল্য ১ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আ হ ম মুস্তফা কামাল। তিনি এ সাধারণ বীমা কোম্পানিতে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা ১০ বছর চেয়ারম্যান হিসেবে ছিলেন। বর্তমানে মুস্তফা কামালের স্ত্রী কাসমিরী কামাল এ কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তার দুই মেয়ে কাসফি কামাল ও নাফিসা কামাল এ কোম্পানির পরিচালক পদে রয়েছেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের তথ্যানুযায়ী, এ কোম্পানির ৪০ লাখ ১০ হাজার ৮০০ শেয়ারের মালিকানা রয়েছে অর্থমন্ত্রীর পরিবারের হাতে, যা কোম্পানির মোট শেয়ারের ৯ দশমিক ৪৭ শতাংশ।  

গত ১৯ জুন ডিএসইতে ছোট মেয়ে নাফিসা কামালকে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সিকিউরিটিজ আইন অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা শেয়ার ক্রয়, বিক্রি কিংবা হস্তান্তর করতে চাইলে ঘোষণা দিতে হয়। গতকাল মেয়ে নাফিসা কামালকে শেয়ার উপহার দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এর ফলে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে নাফিসা কামালের ধারণ করা শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ৪৯ হাজার ৮০০টি। গতকাল এ কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৮০ পয়সায়।

২০১৮ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। সে সময় এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৭ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে এ কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৮১ পয়সা।

শেয়ার করুন
Exit mobile version