Khola Chokh | Bangla News, Entertainment & Education

মেসেঞ্জারে পরিবর্তন: কনটেন্ট ফরোয়ার্ডে সীমাবদ্ধতা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে বড় পরিবর্তন আসছে। মেসেঞ্জারে ফরোয়ার্ডের সুযোগ সীমাবদ্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মতো একসঙ্গে পাঁচজনের বেশি বন্ধুকে কোনো কনটেন্ট সেন্ড করা যাবে না। করোনা পরিস্থিতিতে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভুয়া তথ্যের ছড়াছড়ি না ঠেকাতে পারার অভিযোগ এনেছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। এমন সময়ে মার্ক জাকারবার্গের কোম্পানি নতুন নীতিমালার কথা জানালো।

ফেসবুকের মুখপাত্র জেই সুলভিয়ান ব্লগ পোস্টে এ বিষয়ে বলেছেন, ‘ব্যবহারকারীদের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল তথ্যের কারণে তারা যেন বিভ্রান্ত না হন, সেটি আমরা সব সময় নিশ্চিত করতে চাই।’

শেয়ার করুন
Exit mobile version