Khola Chokh | Bangla News, Entertainment & Education

মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না নিউজিল্যান্ডে

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় নিউজিল্যান্ডের অধিকাংশ স্থানেই মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

দেশটির সাম্প্রতি করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল অকল্যান্ডে বুধবার মধ্যরাত থেকেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরার জন্য দেওয়া নির্দেশনা তুলে নেওয়া হচ্ছে; তবে গণপরিবহন ও বিমানে আগের মতোই মাস্ক পরতে হবে।

সপ্তাহখানেক ধরে নতুন করে করোনার কোনও রোগী শনাক্ত না হওয়ায় সোমবার নিউজিল্যান্ডে মহামারির বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অকল্যান্ডে অন্য বিধি নিষেধ কিছুটা থাকলেও একই সঙ্গে একশ’ জনের বেশি মানুষের জমায়েত হওয়া নিয়ে দেওয়া নির্দেশনাও শিথিল করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এক পর্যায়ে তার ঢেউ এসে লাগে নিউজিল্যান্ডেও।

সর্বশেষ জুনে নিউজিল্যান্ডকে ভাইরাসমুক্ত ঘোষণা করা হয়। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। তবে আগস্টে দ্বিতীয় ঢেউ আসে অকল্যান্ডে। নতুন করে আবার সেখানে লকডাউন ঘোষণা করা হয়।

দেশটিতে এখন পর্যন্ত ১৪৬৮ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানা গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র ২৫ জনের।

শেয়ার করুন
Exit mobile version