Khola Chokh | Bangla News, Entertainment & Education

মানব শরীরে করোনা ভ্যাকসিনের প্রথম সফল পরীক্ষা চালালো রাশিয়া

করোনা ভ্যাকসিন। ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বে প্রথমবারের মতো মানবশরীরে করোনা ভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। পরীক্ষাটি চালিয়েছে রাশিয়ার সেচেনভ বিশ্ববিদ্যালয়। দেশটির বার্তা সংস্থা স্পুটনিক এ মর্মে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে রাশিয়ার গামালেয়া ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পরিচালক ভাদিম তারাসভের বরাত দিয়ে বলা হয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন গত ১৬ জুন ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর ১৮ জুন ১৮ জনের একটি স্বেচ্ছাসেবী দল এ ভ্যাকসিন গ্রহণ করে। এরপর ২০ জনের একটি দল ২৩ জুন ভ্যাকসিন গ্রহণ করে। তাদের ওপর প্রয়োগ করা ভ্যাকসিনটি সফলতা দেখিয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রথম দলটিকে আগামী ১৫ জুলাইতে ছেড়ে দেয়া হবে। দ্বিতীয় দলটি ছাড়া পাবে ২০ জুলাই।

সেচেনভ ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব মেডিক্যাল প্যারাসাইটোলজির পরিচালক আলেক্সান্দার লুকাশেভের মতে, তাদের গবেষণার প্রাথমিক লক্ষ্য ছিল এটি মানবদেহের জন্য নিরাপদ কি না তা নিশ্চিত করা, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন
Exit mobile version