Khola Chokh | Bangla News, Entertainment & Education

বান্দরবানে মঙ্গলবার মুদি, বীজ ও সারের দোকান খোলা থাকবে

রেডজোনে লকডাউনে থাকা বান্দরবান পৌর এলাকায় আগামি মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬ টা থেকে বিকেল ৪ টা র্পযন্ত সব মুদি দোকান খোলা রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। ওইদিন নির্ধারিত সময়ে কৃষিজ পণ্যের (বীজ, সার, কীটনাশক) দোকানও খোলা রাখার নির্দেশনা দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন তাঁর ফেসবুক পোষ্টে জানান, নিজ নিজ বাসস্থানের সবচেয়ে কাছের দোকান থেকে পণ্যসামগ্রী কিনতে হবে। মাছ, সবজি ও কাঁচাবাজার আগের মতো ভ্রাম্যমাণ ভ্যানগাড়ি থেকে কিনতে হবে।

এছাড়াও রাজার মাঠে কোন ধরনের পণ্যের বাজার বসতে পারবেনা। যানবাহন চলবেনা। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। পৌরসভার বাইরের কোন গাড়ি রেড জোনে ঢুকতে পারবেনা। ( গণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যেসব যানবাহনের অনুমতি আছে সেসব যানবাহন ঢুকতে পারবে। ) শিশুদের বাজারে আনা যাবে না। বিকাশ রকেট নগদ এবং শিওর ক্যাশের পয়েন্ট খোলা থাকবে। বালাঘাটা এবং কালাঘাটা হতে কেউ বান্দরবান বাজারে আসবে না। ভিড় এড়িয়ে তিন ফিট দুরত্ব বজায় রেখে বাজার করার কাজ শেষ করতে হবে। ( শুধু ৩০ জুন মঙ্গল বার) স্বেচ্ছাসেবকগণ সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

তিনি আরো জানান, মেয়র এবং কাউন্সিলরগণ সর্বসাধারণকে নিজ নিজ বাসস্থানের কাছের দোকান থেকে চাল ডাল ক্রয় করার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মসজিদ মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ের মাইক ব্যবহার করে বার্তা প্রচার করতে পারবেন।

এদিকে সরকারী নির্দেশনা মেনে উল্লেখিত দিনে ব্যবসা চালু রাখার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মুদি দোকান মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ।

করোনা পরিস্থিতির কারণে চলতি মাসের ২৫ জুন থেকে তৃতীয় দফার লকডাউন চলছে বান্দরবানে।

শেয়ার করুন
Exit mobile version