প্রাণঘাতি মহামারি করোনা সংকট মোকাবিৃলায় কর্মহীন ও ঘরবন্দি অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন। বৃহস্পতিবার (৪ জুন) খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের ধুমনিঘাট, বিজিতলা, দাতকুপিয়া এবং ভূয়াছড়ি এলাকার অসহায় পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেছে তারা।
নিরাপত্তার পাশাপাশি প্রতিটি দূযোর্গে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে মানবিক সহায়তার হাত বাড়িয়ে খাদ্য পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ছড়া, নদী, খাল পেরিয়ে বৃষ্টিকে আলিঙ্গন করে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেনা সদস্যরা।
এলাকাবাসী জানান, তারা সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন। সেনাবাহিনীর এই ধরনের কাজে ভীষণ খুশি তারা।
যতদিন এই সংকট থাকবে ততদিন বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থেকে সহায়তার হাত প্রসারিত থাকবে বলে জানিয়েছেন তারা।