Khola Chokh | Bangla News, Entertainment & Education

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে শিশুসহ ১৪ জনের লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে উদ্ধার করা লাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠেছে। তারপরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

বুড়িগঙ্গা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া লঞ্চটির নাম বর্নিং বার্ড। ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়।

স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

শেয়ার করুন
Exit mobile version