Khola Chokh | Bangla News, Entertainment & Education

বিশ্বসেরা চিন্তাবিদের তালিকায় বাংলাদেশের মারিনা

প্রসপেক্ট ম্যাগাজিনে মারিনা তাবাসসুম।

এ বছর বিশ্বসেরা ৫০ জন চিন্তাবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি স্থপতি মারিনা তাবাসসুম। যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ‘প্রসপেক্ট’ গত ১৪ জুলাই এই তালিকা প্রকাশ করে।

এ তালিকায় নাম ওঠার কারণ হিসেবে ম্যাগাজিনটিতে বলা হয়েছে, মারিনা তাবাসসুম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ভবন নির্মাণ এবং পরিবেশ উদ্ভূত চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নকশা তৈরি করায় চমৎকার অবদান রেখেছেন। তার নকশা করা স্থানীয় উপকরণের হালকা ওজনের বাড়িগুলো লোহার কাঠামোর ওপর দাঁড় করানো। পানির মাত্রা বেড়ে গেলে সেগুলো সরানো যায়। বিষয়গুলো আন্তর্জাতিকভাবে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

মারিনার নকশা করা টেরাকোটা ইট দিয়ে নির্মিত হয়েছে রাজধানীর বায়তুর রউফ মসজিদ। মসজিদটির কারণে স্থাপত্যে আগা খান পুরস্কারও পেয়েছেন এই স্থপতি। বাংলাদেশের স্থপতি হিসেবে তিনি প্রথম আগা খান পুরস্কারে ভূষিত হন। এর আগে এই পুরস্কার পেয়েছিলেন তিনজন বিদেশি স্থপতি।

উল্লেখ্য, আগা খান পুরস্কার আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত।

শেয়ার করুন
Exit mobile version