Khola Chokh | Bangla News, Entertainment & Education

বিশ্বজুড়ে একদিনে আক্রান্ত ২ লাখ ২৮ হাজার ১০২

করোনা। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ২ লাখ ২৮ হাজার ১০২ জন। যা বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ। এর আগে একদিনে বিশ্বে এত মানুষ আক্রান্ত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

হু বলছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত সোয়া দুই লাখের বেশি রোগীর উল্লেখযোগ্য সংখ্যক যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতের। এছাড়া দক্ষিণ আফ্রিকায়ও খুব দ্রুত সংক্রমণ বাড়ছে।

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির দিনে দিনে অবনতি ঘটছে। আরও দ্রুত বিস্তার ঘটাচ্ছে ভাইরাসটি। তাই সারা পৃথিবীর সকল দেশের সরকারগুলোকে করোনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির দেওয়া হিসাব অনুযায়ী, গত জুনেও দৈনিক গড়ে দেড় লাখের কম রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন সাড়ে ৪ হাজারের কিছু বেশি। চলতি মাসে তা যে বাড়তে শুরু করেছে প্রথম দশ দিনের হিসাবেই তা স্পষ্ট।

এদিকে শনিবার সকালে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়াল্ডোমিটার বলছে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত হয় ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার ১৫৫ জন, মারা গেছেন ৫ লাখ ৬২ হাজার ৭৬৯ জন, সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৬০ হাজার ৯৫৪ জন। এছাড়া আক্রান্তের তালিকায় প্রথম পাঁচে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু।

শেয়ার করুন
Exit mobile version