ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)’র সদস্যসহ ঢাকার সব টেলিভিশন সাংবাদিককে সাশ্রয়ী মূল্যে এ্যাম্বুলেন্স সেবা দেবে পাথওয়ে এ্যাম্বুলেন্স সার্ভিস।
এ সমঝোতা চুক্তির আওতায় করোনায় আক্রান্ত সম্প্রচার সংবাদকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য প্রাপ্তি সাপেক্ষে ৫টি এ্যাম্বুলেন্স সংরক্ষিত থাকবে।
বিজেসি’র মাধ্যমে এ সেবা গ্রহণ করা যাবে। বিজেসি’র পক্ষ থেকেই পাথওয়েকে ছাড়কৃত হারে এ্যাম্বুলেন্স সেবার ফি পরিশোধ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংগঠনটির পক্ষে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্বে থাকবেন মানস ঘোষ (০১৭১৩০৪৯৮৩৬) ও রাশেদ আহমেদ (০১৭৫৫৫৮০৬৩১।
২৯ মে এ বিষয়ে বিজেসি এবং পাথওয়ে এ্যাম্বুলেন্স সার্ভিসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্মারকে স্বাক্ষর করেন বিজেসি’র সদস্য সচিব শাকিল আহমেদ ও পাথওয়ের নির্বাহী পরিচালক এম ডি শাহীন।
রাজধানীর বাংলামটরের প্ল্যানার্স টাওয়ারে বিজেসি’র কার্যালয়ে এ স্মারক স্বাক্ষরিত হয়।
এ সময় বিজেসি এবং পাথওয়ে এ্যাম্বুলেন্স সার্ভিসের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।