Khola Chokh | Bangla News, Entertainment & Education

চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহজাহান সিরাজ

শাহজাহান সিরাজ। ফাইল ছবি

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহান সিরাজ মুক্তিযুদ্ধকালীন অন্যতম ছাত্রনেতা এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

২০১২ সালে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর কয়েক বছর পর মস্তিষ্কেও ক‌্যান্সার ধরা পড়ে। এছাড়াও শাহজাহান সিরাজ ডায়াবেটিস, কিডনি জটিলতা ও উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। গতকাল সোমবার শরীর বেশি খারাপ হলে হাসপাতালে নেওয়া হয় তাকে।

শাহজাহান সিরাজ বিএনপির সময়কার মন্ত্রী ছিলেন এবং দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। তিনি ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শেয়ার করুন
Exit mobile version