বান্দরবানে বিএনপি সহযোগী সংগঠন জিয়াস্মৃতি সংসদ অফিস ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম বাদী হয়ে মামলাটি করেন।
অভিযুক্তরা হলেন- জেলা আওয়ামী লীগের একেএম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর শাখা আওয়ামী লীগের সেক্রেটারি শামসুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর ফাউন্ডেশনের ফাউন্ডার আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, রাজু বড়ুয়া, মনির চৌধুরী, খলিলুর রহমান, রানা চৌধুরী, মহিউদ্দিন, নাছির চৌধুরী। নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।
আইনশৃংখলা বাহিনী ও বিএনপি সূত্রে জানা গেছে, ১৪ জুলাই রাতে বান্দরবান পৌষসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি সহযোগী সংগঠন জিয়া স্মৃতি সংসদ অফিস হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় অফিসের আসবাবপত্র, টেলিভিশন, জানালার কাঁচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে তারা।