বান্দরবান সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৭২ টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এই ক্যামেরাগুলো বসানো হয়েছে। ২৮ আগষ্ট শনিবার সন্ধ্যায় বান্দরবান বাজার মসজিদের সামনে এই প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। প্রকল্পটি বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
এ সময় বান্দরবান বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন মাস্টারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি বিমল কান্তি দাশ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুকসহ জেলার বিশিষ্টজনেরা।
৩৫ লাখ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এর রক্ষণাবেক্ষণ করবে বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ।