Khola Chokh | Bangla News, Entertainment & Education

ঈদের শপিং করতে এসে জরিমানা গুনলেন দুই তরুণী

স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ক্রেতা বিক্রেতা উভয়কে জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ছবি- খোলা চোখ ডটকম।

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনে ঈদের শপিং করতে এসে জরিমানা গুনলেন বান্দরবান শহরের দুই তরুণী। একই কারণে জরিমানা গুনতে হয়েছে পৌর শহরের মন্দির গলির সামি ফ্যাশন নামে একটি তৈরি পোষোকের দোকানকেও।

শুক্রবার সকালে বাইরে থেকে তালা লাগিয়ে ভেতরে গাদাগাদি করে বেচা-কেনার খবর পেয়ে বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

এ সময় সামি ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মেনে বেশ কিছু ক্রেতাকে শপিং করতে দেখেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট।

পরে তিনি দুই তরুণীকে ২ হাজার করে ৪ হাজার এবং প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে নেতৃত্বে দেয়া র্নিবাহী ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রহিম ভুঁইয়া বলেন, মানুষকে করোনা থেকে বাঁচাতে নিয়মিত সচেতন করার পাশাপাশি অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত। কিন্তু মানুষ তারপরও স্বাস্থ্যবিধি মেনে চলছেন না।

এসময় তিনি মানুষকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতেও অনুরোধ করেন।

শেয়ার করুন
Exit mobile version