প্রচ্ছদ পর্যটন বান্দরবান জেলাকে ব্র্যান্ডিং করতে প্রকাশিত হলো ‘অপরূপা বান্দরবান’

বান্দরবান জেলাকে ব্র্যান্ডিং করতে প্রকাশিত হলো ‘অপরূপা বান্দরবান’

বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের হাতে ‘অপরূপা বান্দরবান’ তুলে দেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। ছবি: মিঠুন দাশ।

জেলার প্রাকৃতিক সৌন্দর্য, জনজীবন, পরিবেশ-প্রকৃতিসহ বহুমুখী বৈচিত্র্যকে দেশ-বিদেশে পরিচিত করে তোলার লক্ষ্যে প্রকাশিত হয়েছে তথ্যভিত্তিক ম্যাগাজিন ‘অপরূপা বান্দরবান’। সরকারের চলমান জেলা ব্র্যান্ডিং কর্মসূচির আওতায় বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে এই ম্যাগাজিনটি প্রকাশ করা হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

ম্যাগাজিনটিতে বান্দরবান জেলার পরিচিতি, ভৌগোলিক তথ্য, মানচিত্র, জেলা ব্র্যান্ডিংয়ের লোগো এবং ট্যাগলাইন, দর্শনীয় স্থানগুলোর বিবরণ, বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিচিতি, এলাকার ঐতিহ্যবাহী উৎসবসহ প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমনের হাতে ম্যাগাজিনটি তুলে দেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, রেভিনিউ ডেপুটি কালেক্টর নুর-এ-জান্নাত রুমী, নেজারত ডেপুটি কালেক্টর আলী নূর খান, সহকারি কমিশনার আজিজুর রহমান, মীকি মারমা, রেনু দাশ ও শারমিন আক্তার, হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশসহ জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন